top of page
SHIKOR BANNER-25TH 70_edited.jpg

শিকড় ২৫ বছর উদযাপন

শিকড় সাহিত্য পত্রিকার জন্ম ১৯৯৮ সালে যদিও তার বয়স ২৭ পেরিয়ে এসেছে। কিন্তু নানা জটিলতায় ২৫ তম বার্ষিকী উদযাপন সময়মত করা সম্ভব হয়নি। তাই আমরা এখন থেকে প্রস্তুতি নিতে যাচ্ছি আগামী বছর ধরে নানা কর্মসূচীর ।  
নব্বুইয়ের দশকে শিকড় বাংলা সাহিত্যে একটি শক্তিশালী অবস্থান নিয়ে তখনকার তরুণ কবি সাহিত্যিকদের জন্য একটা বড় প্লাটফর্ম হিসাবে কাজ করেছে। আর যাদের সমন্বয়ে শিকড় তার যাত্রা শুরু করেছিল তাদের মধ্যে অন্যতম  Faruk Ahmed Ronid Mustafiz Shafi Shafi,,Lukman Akash Nabik NMujib Erom, Alfred Khokon, Dilu Naser, Faqir Elias, Saif Uddin, Farida Yeasmin Jessi, Kishwar Ibn Dilwar, Badrul Choudhury, Tokon Thaakoor, Abul Kalam Mahmud, Sarkar Amin, Shah Al Mamun, Shah Al Masud Rana, Mashuk Ibn Anish, আবু মকসুদ Abu Maksud, Ataur Rahman Milad, Syed Monjurul Islam, Abdul Gaffar Choudhury, Kobi Dilwar,  Nazmul Shamim Azad, , Saleha Chowdhury, চন্দনকৃষ্ণ পাল্l, মোস্তাক আহমাদ দীন, Tamiz Uddin Ludin Ludi,  সাইফুল্লাহ মাহমুদ দুলাল সহ গ্রূপটিতে অনেকেই সম্পৃক্ত ছিলেন সবার  নাম এই মুহূর্তে মনে পড়ছেনা তবে ক্ৰমশঃ নামগুলো যুক্ত করবো। বলতে গেলে তখনকার সময়ে তরুণ ও প্রবীণদের নিয়ে যে যোগসূত্র তৈরি হয়েছিলো তার অনেকটা এখনো বহাল রয়েছে।
বাংলাদেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, ভারত ও তার  বাইরের কবি ও লেখকদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি সমৃদ্ধশালী যোগসূত্র তৈরি হয়েছিলো।  
আসন্ন ২৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে  ২০২৫ সালের ফেব্রুয়ারিতে থেকে  যুক্তরাজ্য, বাংলাদেশ ও কলকাতায়  নানা অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে। এই ইভেন্টগুলি কেবল শিকড়ের যাত্রাকে স্মরণ করবে না বরং গ্লোবাল পোয়েট ও পোয়েট্রির  সকল কবি ও সাহিত্যিকদের সমন্বয়ে বিশ্বব্যাপী সাহিত্যিকদের মধ্যে প্রতিশ্রুতিও পুনর্নিশ্চিত করবে। পরিকল্পিত কার্যক্রমের  মধ্যে রয়েছে প্রকাশনা যা সমসাময়িক সাহিত্যের সর্বোত্তম বিষয়গুলিকে তুলে ধরবে, সেমিনার যা সমালোচনামূলক সাহিত্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা, বিভিন্ন কাব্যিক ঐতিহ্য প্রদর্শন, কবিতা উৎসব এবং আন্তর্জাতিক মঞ্চে কবি ও লেখকদের সংযোগ তৈরির  সুযোগ করে দেবে ।
শিকড় সাহিত্য পত্রিকার যাত্রা আন্তঃসাংস্কৃতিক  প্রচার এবং কাব্যের সর্বজনীন অবস্থানকে  উদযাপনের উৎসর্গ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ২৫ তম বার্ষিকী উদযাপনের মাধ্যমে  তার পরবর্তী অধ্যায় শুরু করার সাথে সাথে এটি সাহিত্যের আদান-প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে কাজ করে চলেছে, সাহিত্যিক ল্যান্ডস্কেপকে সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন কোণ থেকে কবি ও সাহিত্যিকদের একত্রিত করবে ৷
শিকড়ের চেতনায়, উক্ত বার্ষিকীর অনুষ্ঠানগুলি কেবল অতীতের অর্জনগুলিই উদযাপন  করা নয় বরং সাহিত্যের চির-বিকশিত কার্যক্রমকে  বিশ্বে অবদান রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য উন্মুখ থাকবে। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় শিকড় অনেক দূর এগিয়ে যাবে।
আমরা ২৫ বছর উপলক্ষে যে সকল কার্যকর্ক্রমের উদ্যোগ গ্রহণ করবো, সবই আপনাদের মতামত ও পরামর্শের মাধ্যমে হবে.
আমাদের সাথে থাকুন, শিকড়ের সাথে থাকা। জয় হোক.

Let’s Work Together

Get in touch so we can start working together.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

Thanks for submitting!

bottom of page